ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


পূণ্যার্থীদের মেলায় পানি-ওষুধ বিতরণ করল ছাত্রলীগ


৩ এপ্রিল ২০১৯ ২১:৪৯

আপডেট:
১৫ মে ২০২৫ ০৭:১৭

পূণ্যার্থীদের মেলায় পানি ওষুধ বিতরণ করল ছাত্রলীগ

পূণ্যাতীর্থ বারুনী মেলা যাদুকাটা নদী তীরে পূণ্যার্থীদে মাঝে বিনামূল্যে পানি ও জরুরী ওষুধ বিতরণ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী‘র সৌজন্যে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিতরণ কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগীতা করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মবিনুর মিয়া,রোমান আহমেদ তুষা,পতিক হাসান নবী,মনিরাজ শাহ,আহমাদুল হাসান,মাহফুজুল আলম সৌরভ,আসমাউল,রাসেল সিকদার,মুকাবদির,রাসেল আহমেদ প্রমূখ।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্নান করলে অশেষ পূণ্য ও ইচ্ছা পূরণ হয়। তাই এই দিনে নিজের ভালো এবং প্রয়াত স্বজনদের আত্মার শান্তির জন্য নির্দিষ্ট করা স্থানে স্নান করতে একত্র হন হাজারো নর-নারী। মূলত: জলদেবতা বরুণের নাম থেকেই এর উৎস। বারুণী স্নান তাই জলের উৎসব।