ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


বিপদে রাব্বানীকে পাশে পেয়ে আনন্দিত সেই ঢাবির শিক্ষার্থীরা


৩১ মার্চ ২০১৯ ১২:৫৬

আপডেট:
১৫ মে ২০২৫ ০৬:৫১

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে নেতা নয় ভাই হিসাবে বিপদে পাশে পেয়ে আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষানবিশ সেনা সদস্য কর্তৃক নির্যাতিত সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্টাটাসে এ  তথ্য জানান গোলাম রাব্বানী 
পোষ্টে তিনি বলেন, গত পরশু ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনে রেল কর্তৃপক্ষের অব্যস্থাপনার দরুন, বসার সিট নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে
কতিপয় শিক্ষানবিশ সেনা সদস্য কর্তৃক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হলের দ্বিতীয় বর্ষের পাঁচ শিক্ষার্থী লাঞ্চিত হবার অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি গ্রহণযোগ্য সমাধান হতে চলেছে।

ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে, দোষীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিধি মোতাবেক একশন নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। অনভিপ্রেত এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে, সহমর্মিতা জানিয়ে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি নিশ্চয়তা পেয়ে আমার আদরের ছোটভাইগুলাও বেশ খুশী।

যে রেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার জন্য এমন অনভিপ্রেত ঘটনার সূত্রপাত, সময় এবার বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার হবার।

টিকিটিং সিস্টেম পুরো ঢেলে সাজাতে হবে, রেল যাত্রীদের ভোগান্তি দূর করতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সুফল পাবেন দ্রুতই...