ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বাবাকেও হারিয়েছিল ছেলেটি, তাই...


প্রকাশিত:
৩০ মার্চ ২০১৯ ০৭:০৪

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে অনেক মানুষ দেখা গেলেও, পূর্বে আগুনের শিকার হয়েছেন এ রকম ক্ষতিগ্রস্তদের উপস্থিতি ভিড়ের ভেতরও আলাদাভাবে ধরা পড়ছে।

এ ঘটনায় স্কুল বালক নাঈম ইসলাম ইতিমধ্যেই দেশবাসীর কাছে নায়কে পরিণত হয়েছে। এবার ঘটনাস্থলে মোনাজাতরত আরও এক কিশোরের উপস্থিতির ছবি মানুষের সংবেদনশীলতায় নাড়া দিয়ে গেছে।

নাঈমের মতো আশিকুর রহমান নামের এই কিশোরেরও আগুনের ভয়ংকর স্মৃতি রয়েছে বলে জানা গেছে। এমনকি, যেই এফ আর টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ভবনেই মায়ের সঙ্গে খাবার সরবরাহের কাজ করত সে।

আশিকুর তার মায়ের সঙ্গে বাড্ডার নতুন বাজার এলাকায় বসবাস করে। সে জানায়, তার বাবা কয়েক বছর আগে নর্দা এলাকায় আগুনে মারা গেছে। তাই আগুন দেখেই মোনাজাত ধরেছে যাতে ওর বাবার মতো কেউ আগুনে মারা না যায়।

আশিকুরের মোনাজাতরত ছবি ও ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।