ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


লালবাগে কাগজ কারখানায় আগুন


প্রকাশিত:
২৪ মার্চ ২০১৯ ০৯:০৩

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি কাগজ কারখানায় আগুন লে‌গে‌ছে। শনিবার দিনগত রাত ৯টা ৪০ মি‌নি‌টে শহীদনগ‌রের ৬নং গ‌লি‌তে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।

আগুন নিয়ন্ত্র‌ণে ফায়ার সার্ভিসের ৭টি ইউ‌নিট কাজ করছে।


ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পাওয়ার পরই পর্যায়ক্রমে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। তবে সর্বশেষ খবন অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের কারণ জানা যায়নি।