ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


রাজধানীতে বেপরোয়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


১৯ মার্চ ২০১৯ ২০:৫০

আপডেট:
১০ মে ২০২৪ ০৩:৫৯

রাজধানীতে বেপরোয়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই ছাত্রকে চাপা দেয় বাসটি।

আবরার আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করেন। এসময় চালক ও তার সহকারী পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে।

এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রীরা।

ঘটনাস্থলে আসা গুলশান থানার এসআই মোশাররফ হোসেন জানান, বাসটি আটক করে থানায় পাঠানো হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।