ঢাকা সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


ডাকসু নেতাদের দায়িত্বগ্রহণ ২৩ মার্চ


প্রকাশিত:
১৯ মার্চ ২০১৯ ০৮:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ীদের সঙ্গে আগামী শনিবার (২৩ মার্চ) মতবিনিময় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ওই মতবিনিময় সভা থেকেই দায়িত্ব নেবেন ডাকসু’র বিভিন্ন পদে বিজয়ীরা।

সোমবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণ করবেন ডাকসুর নির্বাচিত সদস্যরা। এদিন থেকে তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ২৩ মার্চ ১৮টি আবাসিক হলের প্রতিটিতে হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পরে ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।