বইমেলায় জনপ্রিয়তার শীর্ষে উপমার 'মেঘের সাথে আড়ি'

নানা শ্রেণি পেশার বই প্রেমিদের সমাগমের মধ্য দিয়ে শেষ হল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। বইমেলায় প্রকাশিত উপমা তালুকদারের গল্পগ্রন্থ পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তার লেখা পাঠকদের কাছে তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়।
বই কিনতে আসা কয়েকজন পাঠকের সাথে কথা বলে জানা গেল, তার প্রতিটি গল্প জীবনবোধের শীর্ষবিন্দু স্পর্শ করে। জানা গেল বইটি ব্যপক কাটতি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রাতে অনেকেই বই না পেয়ে ফেরত যান, পরে আবার দ্রুত নতুন করে মেলায় বই সরবরাহ করা হয়।
এবিষয়ে প্রকাশের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, নতুন লেখকদের বই সাধারণত কম বিক্রি হয় কিন্তু উপমা তালুকদারের বইগুলো ভাল বিক্রি হয়েছে। পাঠকের কাছে সমাদৃত হয়েছে।
উল্লেখ্য বইটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে । লেখিকার অন্যান্য প্রকাশিত 'আসমানি রঙের বাড়ি', শিকড়, শুন্যস্থান পুরণ বইগুলো ও পাঠকের মনে বিপুল পরিমানে সাড়া যুগিয়েছে।