৩৩ মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সিলেটে খুন, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের ৩৩টি মামলার আসামি নাবিল রাজা চৌধুরী ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে নগরীর খাসদবীর এলাকার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজাহার আলী শেখের নেতৃত্বে এয়ারপোর্ট থানা ও আম্বরখানা ফাঁড়ি পুলিশ ।
গ্রেপ্তার করা হয়- নগরীর জালালাবাদ আবাসিক এলাকার নাবিল রাজা চৌধুরী, জামিল বক্স, খাসদবীর সৈয়দ মুগনী এলাকার ইসতিয়াক রহমান রাজু, রায়নগর এলাকার ফাহিম আহমদ, কলাপাড়ার আবদুল্লাহ আল মামুন ও কাজীটুলা মক্তবগলির খায়রুল আহমদকে।
তাদের কাছ থেকে ১টি আমেরিকান রিভলবার, ১৬টি চাকু, ২টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, গ্রেপ্তার ৬জন নগরীর চিহ্নিত সন্ত্রাসী। এরা খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, জমি দখলসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তার নাবিল রাজার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩৩টি মামলা, জামিল বক্সের বিরুদ্ধে ৪টি মামলা এবং বাকিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।