নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ কুপিয়ে হত্যা

রাজধানীর এলিফ্যান্ট রোডে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষা মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
রমনা ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, রাত সাড়ে আটটার দিকে এলফ্যান্ট রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুল্লাহিল কাফি বলেন, বাসার গৃহকর্মী তাকে হত্যা করে বলে আত্মীয়রা জানিয়েছেন। নিহত মাহফুজার বাড়ি গোপালগঞ্জে। এলিফ্যান্ট রোডের সুবর্ণা টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি জানান, ওই গৃহকর্মীর নাম ঠিকানা রাখেনি বাসার লোকজন। ফলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।