ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন আরও ২ জন


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৬

সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন আরও ২ জন

 সংরক্ষিত মহিলা আসনে নাদিয়া ইয়াসমিন জলিকে পাবনা ও রত্মা আহমেদকে নাটোর থেকে মনোনয়ন দিয়েছে একাদশ জাতীয় সংসদের সরকারি দল আওয়ামী লীগ। এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দিয়েছে দলটি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভার সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দুটি সংরক্ষিত মহিলা আসনে নাদিয়া ইয়াসমিন জলি, রত্মা আহমেদ ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাকে মনোনয়ন দেওয়া হয়।

গতকাল রাতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যে ৪১ জনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।