ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


জহুরুল হকই বিটিআরসির চেয়ারম্যান


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০১৯ ১৩:৫১

জহুরুল হকই বিটিআরসির চেয়ারম্যান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংস্থাটির কমিশনার মো. জহুরুল হক। যিনি গত আট মাসেরও বেশি সময় ধরে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কমিশনার হিসেবে চুক্তিভিত্তিতে নিয়োজিত জহুরুলকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ অনুযায়ী যোগদানের তারিখ থেকে বয়স ৬৫ বছর অর্থাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জহুরুল হক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের মেয়াদ গত বছরের ১২ মে শেষ হয়। এরপর থেকেই জহুরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অবসরোত্তর ছুটি ভোগরত ঢাকা মগহানগর দায়রা জজ মো. জহুরুল হক ২০১৫ সালের ২৫ আগস্ট চুক্তিতে বিটিআরসির কমিশনার নিয়োগ পেয়েছিলেন।