ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে যাচ্ছে না ঐক্যফ্রন্ট


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০১৯ ১১:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াতে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াতে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার রাতে গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক জানান, গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে কেউ অংশ নেবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই ফেব্রুয়ারি গণভবনে ঐক্যফ্রন্টকে চায়ের দাওয়াত দিয়েছেন।

গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক এ তথ্য জানিয়ে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সকল সদস্যদের জন্য পৃথক চিঠি শনিবার বেলা ১১টায় গণফোরামের কার্যালয় আরামবাগে পৌঁছে দেওয়া হয়।