ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সেই নারী উবার চালকের স্কুটি ছিনতাই!


১৬ জানুয়ারী ২০১৯ ১১:৩৮

আপডেট:
১৪ মে ২০২৫ ০৪:৩৫

সেই নারী উবার চালকের স্কুটি ছিনতাই!

রাজধানীর সাহসী সেই নারী রাইডার যে নারী-পুরুষ সবাইকে স্মার্টফোনভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিতেন তার স্কুটি বাইকটি অভিনব কৌশলে ছিনতাই হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন খামারবাড়ি এলাকা থেকে বিকেল সাড়ে ৩টার দিকে তার মাহিন্দ্রার নীল রঙের স্কুটি বাইকটি ছিনতাই হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ টিবিটি’কে বলেন, এরই মধ্যে শাহনাজের অভিযোগ গ্রহণ করা হয়েছে থানায়। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আজ রাতের ভেতরে সবদিকে তল্লাশি করে বাইকটি উদ্ধার করার জন্য।

ঘটনার পর থেকেই শাহনাজ আক্তার মানসিকভাবে ভেঙে পড়েছেন। হেলমেট পরেই শাহনাজ পাগলের মতো বিভিন্ন মহলে ছুটে বেড়াচ্ছেন তার বাইকটি উদ্ধারের চেষ্টায়।

এব্যাপারে সাংবাদিক রফিক রঞ্জু ফেসবুকে লিখেন,

শাহনাজের কথা নিশ্চয়ই আপনারা এরই মধ্যে অনেকেই জেনে থাকবেন। সাহসী এক নারী বাইকার। রাইড শেয়ারিংয়ে তিনি নারী-পুরুষ সবাইকেই পাশে বসাতেন।

হ্যা, বসাতেন বলতে হলো। কারণ, এখন তিনি আর বসাতে পারছেন না! আজ তার বাইকটি এক দুর্বৃত্ত দেখার কথা বলে ছিনিয়ে নিয়েছে। ধার করে স্কুটিটি কিনেছিলেন শাহনাজ। এখনো সেই ঋণের এক লাখ টাকা বাকি। আর পরিবার চালানোর একমাত্র মাধ্যমও ছিল তার স্কুটিটি।

কিছুক্ষণ আগে সামনে বসে তিনি কাঁদছিলেন, আমি ছোট মানুষ কতটুকুই বা করতে পারি?

(রফিকুল রঞ্জুর ফেসবুক আইডি থেকে নেয়া)

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বাংলাদেশ টুডে এবং বাংলাদেশ টুডে-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)