‘সাংবাদিকদের অভাব-অভিযোগ দূর করার পদক্ষেপ নেবো’

নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রযন্ত্র ও গণমাধ্যমের সমন্বয় থাকলে দেশ সমৃদ্ধিশীল হয়, উন্নয়নের পথে এগিয়ে যায়। সাংবাদিকদের অভাব-অভিযোগ শুনে তা দূর করার পদক্ষেপ নেবো।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে দায়িত্ব নিয়েই গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে আজ দেশকে এগিয়ে নিয়েছেন। আমিও আমার জীবন চ্যালেঞ্জ রেখে প্রতিটি কাজ করছি। বাংলাদেশে গণমাধ্যামের বিকাশ ঘটিয়েছেন শেখ হাসিনা। অনলাইন গণমাধ্যমের বিকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশ এই আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটেছে।’
‘আওয়ামী লীগের ইশতেহারে স্বপ্নের কথা বলা হয়েছে, সব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। যেমনটি গতবারের ইশতেহারের বাস্তবায়ন হচ্ছে, হয়েছে। শেখ হাসিনা যে অঙ্গীকার করেন তা বাস্তবায়ন করেন’, বলেন নতুন এই তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘একসময় বাংলাদেশে ছেড়া কাপড়, খালি পায়ের মানুষ দেখা যেতো। গ্রামে-গঞ্জে মেঠোপথ এখন আর নেই। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। খাদ্যের ঘাটতি ছিলো, সে ঘাটতি এখন নেই।’
দায়িত্বগ্রহণ করে শুরুতেই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণ করেন। জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী