ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মন্ত্রিসভায় গণমাধ্যমের ৫ মালিক


৭ জানুয়ারী ২০১৯ ১০:৫৮

আপডেট:
১৩ মে ২০২৫ ২৩:২১

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৭ জানুয়ারি)। রবিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভায় শপথ নিতে ৪৬ জনকে ফোন দেয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৫ গণমাধ্যম মালিক।

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৭ জানুয়ারি)। রবিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভায় শপথ নিতে ৪৬ জনকে ফোন দেয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৫ গণমাধ্যম মালিক।
নারায়নগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেট নিউজপোর্টালটির মালিক।

এছাড়া পাওয়া দৈনিক প্রতিদিনের সংবাদের মালিক মো. তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। তিনি কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গতবারের ন্যায় এবারও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. শাহরিয়ার আলমে দুরন্ত টেলিভিশনের মালিক। তিনি রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শিল্প প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। তিনি মোহনা টেলিভিশনের মালিক। ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) বিজয় টেলিভিশনের মালিক। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন।