ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


শেখ হাসিনা জেতায় আমরা খুশি: মমতা


প্রকাশিত:
১ জানুয়ারী ২০১৯ ০৮:৫৮

শেখ হাসিনা ও মমতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৩১ ডিসেম্বর) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়া জানতে চাইলে মমতা বলেন, শেখ হাসিনা জেতায় আমরা খুশি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দনও জানিয়েছি।

‌‘তার রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, ভারতের সঙ্গে সেই সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক। আমরা অলওয়েজ তাই চাই। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকে।’

এর আগে এক টুইটবার্তায় অভিনন্দন জানান মমতা বন্দোপাধ্যায়। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি-কে অভিনন্দন জানাই।’