সন্দ্বীপে মাহফুজুর রহমান মিতার নৌকা এগিয়ে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।
এ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২ হাজার ৬৩৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৭৯ টি।
সর্বশেষ ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৪ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ২ হাজার ২৯০ ভোট।