প্যাভিলিওনে চাহিদা বেশ
বইমেলায় পাঠকের পছন্দ আকিবের ‘অন্ধকারের গোলকধাঁধায়’

বইমেলায় এসেছে তরূণ লেখক, রফিকুজ্জামান আকিব (শুভ্র)-এর বই ‘অন্ধকারের গোলকধাঁধায়’। লেখকের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের দিন-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি- মো. সাকিব হাসান।
কবে, কী কারণে মনে হলো বই লেখা উচিত?
আপনার ভালো একটি ছবি দিতেও ভুলবেন না।আসলে বই প্রকাশ করব এমন চিন্তা নিয়ে লিখেছি- বিষয়টি এমন নয়। করোনার সময় আমাদের দেশ অনেকটা অচল হয়ে পড়ে। মানুষজন হয়ে যায় ঘরবন্দী। সেই সময়টির সদ্ব্যবহার করবার চেষ্টা মাত্র। আস্তে আস্তে লিখতে লিখতে কাহিনি এগিয়ে চলা - এই তো। পরবর্তীতে বই আকারে রূপ ধারণ।
বই লেখার পেছনে অনুপ্রেরণা যুগিয়েছে কারা?
লেখালিখির পেছনে সবচেয়ে বেশি উৎসাহ ছিল মায়ের। প্রতিটি ক্ষেত্রে তিনি আমাকে স্নেহের চোখে আগলে, বই পড়তে ও লিখতে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন।
কতদিনে লেখা শেষ হলো?
এ উপন্যাসটি আমি প্রায় সাড়ে তিন বছর নিয়ে লিখেছি। শিশু বয়সের লেখাটি আশাকরি শিশু-কিশোর পাঠক বেশ উপভোগ করবেন।
লেখালেখি নিয়ে ভবিষ্যৎ ভাবনা কী?
লেখালিখি নিয়ে খুব বড়সড় কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। এখন নবম শ্রেণিতে পড়ছি। নিজের একাডেমিক ক্যারিয়ার গঠনের পাশাপাশি সুপ্রিয় পাঠকদের মনের খোরাক মেটাতে সাধারণ লেখক হিসেবে দুকলম লিখে যাওয়ার আজন্ম বাসনা আমার। আসলে লেখালিখির অনুভূতিটাই আশ্চর্যজনক মাধুর্যমন্ডিত। শব্দের পিঠে শব্দ, বাক্যের পিঠে বাক্য বসিয়ে স্নিগ্ধ সুর উপস্থাপন করা সম্ভব, সেই নির্মলতা সৃষ্টির চেষ্টাটি নিঃসন্দেহে বেশ উপভোগ করি।
আপনার বইয়ের উল্লেখযোগ্য কিছু লাইন কোটেশন জানান
“ এক কণা বালির মাঝেও রহস্য লুকিয়ে থাকে! সেখানে মানুষের মধ্যে রহস্য থাকা আর বিচিত্র কি? ”
“ সময় মহান শিক্ষক! জীবনের প্রতি মুহুর্তে তা নির্মম বাস্তবতার শিক্ষা দেয়। ”
“ পাগল সাংঘাতিক তবে ঠান্ডা মাথার সেয়ানা পাগল অতিরিক্ত বিপজ্জনক! ”
‘ অন্ধকারের গোলকধাঁধায় ’ কিশোর রোমাঞ্চকর ভৌতিক উপন্যাস। বেশ কয়েকটি জনরার মিশেলে রচিত যেগুলো সবই থ্রিলারের অন্তর্ভুক্ত। বিশেষত হরর, রহস্য, অলৌকিকতা ও রোমাঞ্চকর অভিযাত্রা জনরার সমন্বয়। প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে।
বইয়ের সার্বিক দিক নিয়ে কিছু বলুন
প্রান্তিক, একজন প্রকাশনীর পরিচালক। অর্ধেক গ্রামের মতো বিস্তৃত ভূমি জুড়ে তার বাস। হঠাৎ-ই ভয়াবহ সব কর্মকান্ডের শিকার হতে থাকল সে।
বাড়ির পেছনের বাগান থেকে কার কান্না ভেসে আসছে?
ছাদের ওপর নৃত্য করছে কারা?
সাদা কাপড়ে শরীর মোড়ানো বিভীষিকাটি কী?
সাহসী ও রহস্যপ্রিয় প্রান্তিক এসবের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ে, তবে সামান্য ভুল সিদ্ধান্তে আঁটকে পড়ে গভীর বনের মায়াজালে।
প্রান্তিককে খুঁজতে বের হয় তারই সহকর্মী তুষার। প্রান্তিকের বাড়িতে দুজন আগন্তুক আততায়ীর প্রবেশ দৃষ্টিগোচর হলে পিছু নেয় সে। তাদের পিছু নিয়ে তুষারও গভীর জঙ্গলের মাঝে পথভ্রষ্ট হয়ে পড়ে।
দুইজন দুই বনে আঁটকে পড়ে এবং মুখোমুখি হয় নানা জটিলতার। শত বাধা বিপত্তি অতিক্রম করে বেঁচে থাকার লড়াইয়ের এক উত্তেজনাপূর্ণ কিশোর উপন্যাস।
বই : অন্ধকারের গোলকধাঁধায়
লেখক : রফিকুজ্জামান আকিব (শুভ্র)
জনরা : কিশোর হরর
প্রকাশনী : অন্যপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা (মাত্র)
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬ টি
বইমেলা ২০২৫, অমর একুশে বইমেলা, অন্যপ্রকাশ