ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

বইমেলায় পাঠকের পছন্দ নুসরাত অপর্ণার 'ফের দেখা হবে'


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২৩:০০

ছবি: আমাদের দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নুসরাত অপর্ণা এবারের বইমেলায় এনেছেন রোমান্টিক কাব্যগ্রন্থ ‘ফের দেখা হবে’। বইটি প্রকাশ করেছে ছায়া প্রকাশনী। বইটিতে রোমান্টিক, প্রেমের, বিচ্ছেদের, দুঃখের ও বাস্তবতার কবিতা ও উক্তি রয়েছে। বই প্রসঙ্গে নুসরাত অপর্ণা বলেন, ‘ছোট থেকে শখের বশে কবিতা লেখা শুরু করি। পরে বুঝতে পারি, একাকীত্বের চরম সঙ্গী ও মন ভালোর খোরাক জোগায় এই লেখা।’

কবিতার বই "ফের দেখা হবে" – একটি হৃদয়স্পর্শী রোমান্টিক কাব্যগ্রন্থ

কবিতার প্রতি ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা যারা অনুভব করেন, তাদের জন্য একটি বিশেষ উপহার হলো কবি নুসরাত অপর্ণা এর নতুন কাব্যগ্রন্থ "ফের দেখা হবে"। এই বইটি রোমান্টিক অনুভূতিতে পূর্ণ, যেখানে প্রেম, বিরহ এবং মিলনের নানা ধাপ খুঁজে পাবেন পাঠকরা। কাব্যগ্রন্থটি প্রেমের নানা রূপ এবং আবেগকে একত্রিত করে উপস্থাপন করেছে। কবি তার শব্দের মাধ্যমে ভালোবাসার অনুভূতিকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে গভীর ভাবনায় ও অনুভূতিতে ডুবিয়ে দেয়। "ফের দেখা হবে" শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি এক ধরনের অনুভূতির ভ্রমণ। কবিতাগুলির প্রতিটি লাইনে এক প্রকার মায়াবী প্রেমের গল্প লুকিয়ে রয়েছে, যেখানে যুগের পর যুগ মিলনের প্রতিশ্রুতি এবং বিচ্ছেদের ক্ষোভের চিত্র দেখা যায়।

বইয়ের প্রতিটি কবিতা একেকটি নতুন অনুভূতির দরজা খুলে দেয়, যেখানে প্রেমিকের জন্য চিরকাল অপেক্ষা, অভিমান ও প্রাপ্তির আশায় সময়ের প্রতিটি পলক গণনা করা হয়। কবি তার অভিব্যক্তি এবং শব্দচয়ন দ্বারা পাঠকের মনের গভীরে গিয়ে পৌঁছাতে সক্ষম হবেন। আপনি যদি রোমান্টিক কাব্যগ্রন্থের শখের পাঠক হন, তাহলে "ফের দেখা হবে" আপনার সংগ্রহে থাকা এক অমূল্য রত্ন হয়ে উঠবে। প্রতিটি কবিতা পাঠে আপনি প্রেম, আশা, আকাঙ্ক্ষা এবং বিরহের এমন এক অনুভূতির শৈলী পাবেন, যা আপনার হৃদয়কে নুয়ে পড়তে বাধ্য করবে।

"ফের দেখা হবে"— একটি কাব্যগ্রন্থ, যা আপনাকে আপনার নিজের প্রেমের গল্পের ভেতরে নিয়ে যাবে এবং মনে করিয়ে দেবে যে, ভালোবাসা কখনো হারায় না, বরং চিরকাল টিকে থাকে, অজানা এক দিনে ফের দেখা হবে।

"ফের দেখা হবে"—একটি রোমান্টিক কাব্যগ্রন্থ যা প্রেমের আকুতি, বিচ্ছেদের বেদনাবোধ এবং জীবনের বাস্তবতাকে এক সুন্দরের রেশমে বেঁধে দিয়েছে। এখানে কবিতাগুলি যেমন হৃদয়ের গভীরতা, তেমনি চিত্তাকর্ষক প্রতিটি মুহূর্তের অনুভূতি তুলে ধরে, যা পাঠককে একটি অন্যরকম অভিজ্ঞতা দেবে। 

এটি শুধু একটি কাব্যগ্রন্থ নয়, বরং অনুভূতির একটি নিখুঁত প্রতিফলন, যেখানে আপনি প্রেমের সুখও পাবেন, আবার বিচ্ছেদের দুঃখও অনুভব করবেন।

এই বইটি পাঠকের অন্তরে অক্ষয় জায়গা করে নেবে, কারণ এখানে প্রতিটি কবিতায় ধরা পড়েছে জীবনের এক মধুর চিত্র। যেখানে প্রেম, বিরহ, আসা এবং যাওয়া—সব কিছুই মিলে এক মোহনীয় রূপে।  কখনো মনে হবে, এই কবিতাগুলোর মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন, কখনো আবার আপনার জীবনের কোনো স্মৃতি ফিরিয়ে আসবে। যে কোনো পাঠক এতে কিছু না কিছু খুঁজে পাবেন, যা তাঁর নিজের জীবনের বাস্তবতা, অনুভূতি ও প্রেমের রূপকে প্রতিফলিত করবে। 

ভালোবাসা এমনই একটি শরাব যা মানুষ বিষাক্ত জেনেও অহরহ সুধার মতো জেনেবুঝে হাসিমুখে প্রাণ করে মৃত্যু নিশ্চিত জেনেও-অতঃপর ধুঁকে ধুঁকে মৃত্যুযন্ত্রণা সহ্য করে আনন্দ সহকারে কিংবা না পাওয়ার আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করে।

-নুসরাত অপর্ণা

কবি পরিচিতি: নুসরাত অপর্ণা ২০০৪ খ্রিষ্টাব্দে ২৪শে আগস্ট ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার উপনাম নুসরাত জাহান মীম। তার পৈত্রিক নিবাস মানিকগঞ্জ জেলায়। তার পিতা শেখ মোঃ আব্দুল হক পেশায় ব্যবসায়ী (ঠিকাদার) এবং মাতা সাহিদা খানম মিলি একজন গৃহিণী। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম যৌথভাবে বই প্রকাশ হয়। তারপর বিভিন্ন ম্যাগাজিন, পত্র-পত্রিকা গুলোতে ছড়া, কবিতা, অণুগল্প লেখালেখি করেন। তিনি "শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়, ঢাকা" থেকে এসএসসি এবং "বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন" হতে এইচএসসি পাশ করেন। এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ অনার্স ১ম বর্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছে। কবিতায় বাচঁতে চান, কবিতার মাঝেই তাঁর জীবনের রূপ-রস-গন্ধ। প্রেম, বিরহ আর বাস্তবতার কবি নুসরাত অপর্ণা। সংস্কৃতির সাথে যোগাযোগ শৈশব থেকে। ব্যবসায় শিক্ষার ছাত্রী হয়েও ভালোবাসেন শিল্প-সাহিত্য। কবিতার পাশাপাশি বিচরণ করেছেন গীতিকবিতার আবেশী উঠোনে। তাঁর লেখা কিছু গান সুরারোপিত হয়েছে।

 

 

 

 

 

 

 


নুসরাত অপর্ণা