ঢাকা মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২

পাওয়া যাচ্ছে উপমা তালুকদারের ষষ্ঠ বই ‘নক্ষত্রগুচ্ছ’


২০ এপ্রিল ২০২১ ২০:১৯

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ০৯:০১

বাজারে পাওয়া যাচ্ছে কবি ও কথাশিল্পী উপমা তালুকদারের কবিতার বই ‘নক্ষত্রগুচ্ছ’। এটি তার প্রথম কবিতার বই এবং ষষ্ঠ বই। বইটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স।বইটি অমর একুশে বইমেলার শেষ দিকে বাজারে এসেছে।

এর মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন, অলংকরণ করেছেন টার্টল বুকস। বইটি পাওয়া যাচ্ছে জিনিয়াস পাবলিকেশন্সে।


বইটি সাতটি ভাগে ভাগ করা হয়েছে। সাতটি নক্ষত্রের নামে সপ্তর্ষিকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে: ১. ক্রতু ২. পুলহ ৩. পুলস্ত্য ৪. অত্রি ৫. অঙ্গিরা ৬. বশিষ্ঠ ৭. মরীচি।

কবি ও কথাশিল্পী উপমা তালুকদারের জন্ম ২৮ জুলাই নীলফামারীতে। এরপর বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। তবে জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়।

উপমা ছোটগল্প ও উপন্যাস লেখেন। কবিতার বই এবারই প্রথম। প্রকাশিত বই ‘শূন্যস্থান পূরণ ও অন্যান্য গল্প’, ‘শেকড়’, ‘আসমানি রঙের বাড়ি’, ‘মেঘের সাথে আড়ি’, ‘ভালোবাসার ষড়ভুজ’।