বই মেলায় সাড়া ফেলেছে ‘শান্তির খোঁজে‘ কাব্যগ্রন্থ

এবার একুশে বইমেলায় তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের ‘শান্তির খোঁজে’ কাব্যগ্রন্থটি সাড়া ফেলেছে। মেলায় আসার আগেই ফেসবুকের কল্যাণে কাব্যগ্রন্থটির কিছু কবিতা ভাইরাল হয়। একুশে বাংলার ৫২৫ ও ৫২৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ইতোমধ্যে ঠাঁই করে নিয়েছে বেশ কয়েকটি কবিতার কিছু কবিতা। কাবগ্রন্থটির প্রথম কবিতা ‘শান্তি এসে নামুক’। যেখানে কবি তার চিরায়ত বিদ্রোহের বজ্রধ্বনি শুনিয়ে লিখেছেন-
আমি মধ্যবিত্তের কাফন ছাড়া দাফন হওয়া স্বপ্নরাজী উচ্চবিত্তের দম্ভের কাছে মাথা না নুয়ে একলা চলি!
আমি আধাঁর রাতের বাঁধার দেয়াল ভেঙ্গে করি চূর্ণ পূর্ণিমা রাতে আশাহীনদের সাহস জুগিয়ে করি পূর্ণ!
শুধু প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, প্রতিবাদেই কবি থেমে থাকেননি কবি। আধ্যাত্মিকতার সংমিশ্রণও ঘটিয়েছেন অপর এক কবিতায়। তিনি লিখেছেন-
আভিজাত্যের আলোর ছোঁয়ায় মানুষ নিজেকে হারায় স্রষ্টাকে ভুলে পুণ্যের পথ ছেড়ে পাপের পথে পা বাড়ায়!
সবকিছু মিলিয়ে কবি জাহিদুল ইসলাম তার শান্তির খোঁজে কাব্যগ্রন্থে জীবন বাস্তবতার আলোকে সমাজকে দারুণ সব বার্তা দিয়েছেন । কাব্যগ্রন্থটিতে একদিকে যেমন প্রেম-ভালোবাসা আছে আরেকদিকে রয়েছে বিদ্রোহ ও বিপ্লবের জয়ধ্বনী।