প্রধান বিচারপতি
বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সংস্কারই স্থায়িত্ব পাবে না

সংস্কার ইস্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে বিচার ব্যবস্থা ও বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সংস্কারের নীলনকশা জাতির সামনে তুলে ধরেছিলাম। তাই বলতে চাই, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে সৈয়দ জাফর ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘ওই নীলনকশায় যতগুলো উদ্দেশ্য ছিল যেগুলো আমি জাতির সামনে তুলে ধরেছিলাম। যেটার সংস্কার হওয়া উচিত কিন্তু হয়নি, এখন সময় এসেছে সেটা হওয়ার। এখন অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবীর, দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হুসাইন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর থানার ওসি সুজন মিয়া, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদসহ আরও অনেকে।