ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


ছাত্রলীগ নেতা আবু সামা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৯:০৩

ছবি : সংগৃহীত

রাজধানীতে ‘রাষ্ট্রবিরোধী’ মিছিলের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আবু সামা ও আরেক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আদালতে তাদের জামিন আবেদনের শুনানি নথিপত্র না থাকায় অনুষ্ঠিত হতে পারেনি।

বুধবার (২৬ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করতে চাইলে, মামলার প্রয়োজনীয় নথি আদালতে না আসায় আদালত জামিন শুনানি গ্রহণ করেননি। পরে আদালত নথি সাপেক্ষে জামিন শুনানির দিন ধার্য করার কথা জানিয়ে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

পল্টন মডেল থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ, ২০২৫ তারিখ ভোরে গুলিস্তান এলাকায় ৫০-৬০ জন ব্যক্তি সরকার কর্তৃক ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের’ ব্যানারে একত্রিত হয়। তাদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বকে আঘাত ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মোঃ আবু সামা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।