ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন ও সমাবেশ


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৮:১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার ও রামু সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে রবিবার, ২৪ আগস্ট সকাল ১০ টায় রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি।

কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার এর সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার এর পৃষ্টপোষক সাংবাদিক এইচএম এরশাদ, সদস্য সচিব নাজিম উদ্দিন, সদস্য কামরুল হাসান, রামু সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. কেপি দাশ, প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সুবীর ব্রাক্ষ্মন চৌধুরী বাদল, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সহ সভাপতি হোসনে আরা বেগম, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাবেক ছাত্রদলনেতা ও এনজিও কর্মকর্তা নুরুল কবির, বিএনপি নেতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী তরুন বড়ুয়া, সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রামু উপজেলার সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, রামু উপজেলা পিকআপ চালক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূট্টো প্রমূখ।

মানববন্ধন ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে আরও অংশ গ্রহন করেন রামু প্রেস ক্লাব, সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রামু পাবলিক লাইব্রেরী, এসএসসি ৯৮ ব্যাচ, এসএসসি ৯৯ ব্যাচ, জাগ্রত-৯৬, রামু সম্প্রীতি পরিষদ, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।