ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


বেলকুচিতে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ২১:৪০

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (২৩ আগষ্ট ) বিকালে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব মোঃ শাহিন হোসেন, সভাপতি, ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়, সহ-সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ বারিক মন্ডল, সাধারণ সম্পাদক ধুকুরিয়াবেড়া পল্লী উন্নয়ন সংঘ ক্লাব ও মেম্বার, ৯ নং ওয়ার্ড ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ইউ,পি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি, জনাব আলহাজ্ব জামাল উদ্দিন ভুয়া, সাবেক সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি, জানাব মোঃ গোলাম আজম, সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, মোঃ বনি-আমিন, সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি, জনাব হাজী মোঃ আব্দুল রাজ্জাক মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা বিএনপি, আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা বিএনপি, হাজী মোঃ আলতাফ হোসেন, সাবেক আহ্বায়ক, বেলকুচি পৌর বিএনপি, মোঃ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ নুরে আলম, আহবায়ক বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দল, মোঃ বাবর আলী সরকার, সাবেক আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি, মোঃ ফজলুল হক ফজল, সাবেক সদস্য সচিব ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি, মোঃ নজরুল ইসলাম ঝন্টু, সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ হাসমত আলী হাসু, প্যানেল চেয়ারম্যান ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ সাইফুল ইসলাম সাবেক সহ সভাপতি, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বি,এন,পি, কেরামত আলী সরকার যুবদল সাবেক সদস্য সচিব ধুকুরিয়াবেড়া ইউনিয়ন।

প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন- জনাব মোঃ আলমগীর হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ধুকুরিয়াবেড়া।

টুর্নামেন্টে অংশ নেয় দুইটি দল-সবুজ বাংলা ফুটবল একাদশ বনাম মন্ডল স্পোটিং ক্লাব। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা ছিল।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন - ধুকুরিয়াবেড়া উত্তরপাড়া যুবক বৃন্দুর উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এলাকার ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।