ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


ধানমন্ডিতে অনেক কেন্দ্রে নেই বিএনপির এজেন্ট


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানমন্ডি এলাকার অনেক কেন্দ্রেই বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি।

তবে সরকারি দলের এজেন্ট ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু কেন্দ্রে হাতপাখার এজেন্ট আছে।

প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজেদা বেগম বলেন, ‘আমাদের কোনো এজেন্ট এখানে নেই। প্রায় সব কেন্দ্রে ঘুরে দেখছি, কোথাও ধানের শীষের এজেন্ট নাই। আমাদের কাউন্সিলর পদেরও এজেন্ট নাই।’

তিনি অভিযোগ করেন, এজেন্টরা তাকে জানিয়েছেন যে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, কেউ ঢুকতে পারেননি।

ধানমন্ডির সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, মেয়র পদের নৌকা ও হাতপাখার এজেন্ট আছে, তবে অন্য কোনো মার্কার কেউ এখনো আসেননি।

তিনি জানান, এ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৪০টি। এবার ইভিএম হওয়ায় মনিটরে প্রদত্ত ভোটের সংখ্যা দেখা যাচ্ছে।