মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আজগর লবি
                                ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আলী আসগার লবির নাম ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। এদিকে প্রার্থী তালিকায় খুলনা-৫ আসনে আলী আজগর লবির নাম চুড়ান্ত হওয়ায় ডুমুরিয়া-ফুলতলার সাধারণ জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা বলছে খুলনা-৫ আসনে এবার ধানের শীষের বিজয় হবে। অন্যদিকে দলীয়ভাবে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন সবাই একসাথে কাজ করলে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। উল্লেখ্য তিনি খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাবেক সভাপতি ছিলেন।
