আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে শেরপুরের ৩টি আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সারাদেশের মোট ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, শেরপুর জেলার ৩টি আসনে মনোনয়ন পেলেন যারা তারা হলেন, সংসদীয় আসন ১৪২ শেরপুর-১ (সদর উপজেলা) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংসদীয় আসন ১৪৩ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও সংসদীয় আসন ১৪৪ শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে মো. মাহমুদুল হক রুবেল।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ নারী এমপি প্রার্থী হিসেবে শেরপুর-১ (সদর উপজেলা) আসনে লড়াই করে বেশ সাড়া ফেলেছিলেন।
জাতীয় সংসদের তৎকালীন বিএনপির সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে আছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন। প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীও ২০১৮ সালে এমপি প্রার্থী হিসেবে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন।
শেরপুর-১ ও শেরপুর-২ আসনের মনোনিত প্রার্থীদ্বয়ের জাতীয় সংসদ নির্বাচনে একবার করে প্রতিদ্বন্দ্বীতা করার অভিজ্ঞতা থাকলেও শেরপুর-৩ আসনের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির এক নম্বর সদস্য হিসেবে আছেন।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে মনোনীত প্রার্থীদের কর্মী-সমর্থকরা জেলার প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল করেন। এরমধ্যে নকলা পৌর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভি। এ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
মিছিল শেষে তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও ছায়েদুল হক লাঞ্জু, শেরপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য রাব্বেনূর চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নাজিবুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাফিকুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
