ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২


বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনের প্রচারনা শুরু করলেন ফাহিম চৌধুরী


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫ ২৩:০৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৩ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এ লক্ষ্যে মঙ্গলবার সকালে মোহাম্মদ ফাহিম চৌধুরী ঢাকা থেকে নকলায় আসেন এবং দুপুরের দিকে তাঁর বাবা প্রয়াত জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেন তিনি। যদিও তিনি দীর্ঘদিন ধরেই নকলা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাচনী মাঠে কাজ করছেন।

ফাহিম চৌধুরীর বাবার কবর জিয়ারতের সময় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও ছায়েদুল হক লাঞ্জু, শেরপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য এনামুল হক রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য রাব্বেনূর চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব নাজিবুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাফিকুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলায় পৌঁছালে তাকে অগণিত মোটরসাইকেলের বহর নিয়ে অভিনন্দন জানান নেতাকর্মীরা। পরে মোটরসাইকেলে শান্তিপূর্ণ আনন্দ শোভাযাত্রা করেন তারা। শোভাযাত্রা শেষে ফাহিম চৌধুরী নকলা শহরের নিজ বাসভবনে অবস্থান করার সময় শত শত নারী-পুরুষ নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরের দিকে সবাইকে সাথে নিয়ে তাঁর প্রয়াত বাবা জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারতের উদ্দেশ্যে ছুটে যান।

উল্লেখ্য, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।