ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


করোনায় দুস্থ মানুষের পাশে " ওরা বন্ধুরা"


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২০ ২৩:০২

করোনা সংক্রমণ রোধে পুরো দেশে চলছে অঘোষিত লকডাউন।

এমন পরিস্থিতিতে বিপদে পড়েছেন দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষজন।

করোনার প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া প্রান্তিক ও বিপদগ্রস্ত এ জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন ওরা একদল বন্ধুরা।

এটি সম্পূর্ণ একদল বন্ধুরা তাদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে।এটি সম্পূর্ণ একদল তরুণ বন্ধুরা মিলে তাদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে।

ভ্যাঢা ইউনিয়নে দক্ষিন কেরানীগঞ্জ একদল তরুণ প্রায় দুইশত দুস্থ অসহায়দের পরিবারের বাড়িতে খবার পৌছে দেন তারা।প্রতিটি পরিবারে বিতরণ করা খাদ্যসামগ্রী প্যাকেজে ছিল- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সাবান, মসলা।

এসময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আতিক হাসান প্রিন্স বলেন, পুরো দেশ আজ করোনা ভাইরাসে স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি।

১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।’করোনা মোকাবিলায় আমরা বন্ধুরা মিলে সাধ্যমতো চেষ্টা করছি।