কক্সবাজারের রামু উপজেলা বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে রামু উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে কক্সবাজারের রামুতে বিশাল যুব র্যালি ও র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আসর রামু চত্বর থেকে বিজয় র্যালিটি শুরু হয়। র্যালিটি কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক হয়ে মেরুংলোয়া অতিক্রম করে রামু চৌমুহনী প্রদক্ষিণ শেষে রামু বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার যুব বিভাগের নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদুল আলম বাহাদুর। সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন, যুব বিভাগীয় সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল আলম, তরবিয়ত সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ, অফিস সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, মিডিয়া ও প্রচার সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ এবং শ্রমিক কল্যাণ সভাপতি মোক্তার আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিজয় র্যালি সফল করতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
