ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনায় দুস্থ-অসহায় মানুষের পাশে আ.লীগ নেতা শামীম


১৬ এপ্রিল ২০২০ ০৬:২৯

আপডেট:
১৬ এপ্রিল ২০২০ ০৬:৪২

করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকে না।

সমাজের নানা শ্রেণি পেশার মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে।অনেক সংগঠন ও সংস্থাও এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এসব অন্নহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছে তরুণ আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম।

জানা যায়, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত দিনমজুর,অসহায় ও দুস্হদের জন্য নগদ অর্থ ও ত্রাণ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম।


তিনি গতকাল সকালে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ত্রাণ তহবিলে নগদ ২ লক্ষ টাকা,নিজ এলাকা রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীর নিকট ১ টন চাল,বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির কর্মচারীদের জন্য ১০ বস্তা চাল দিলেন।

তিনি হতদরিদ্র ও অসহায় ৫ শত পরিবারের জন্য ত্রাণ বিতরণের ব্যবস্হা করলেন।
তিনি বামনী কলেজে ৩ লক্ষ টাকা অনুদানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান দিয়েছেন।শামীম ৯০ দশকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা ছিলেন।


তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির লেয়াকত-বাবু পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন।ছাত্র রাজনীতির কারণে তাঁকে অনেকবার কারাবরণ করতে হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির দু'বার সহ-সম্পাদক ছিলেন।

এ ব্যাপারে শামীম বলেন, আমার নেতা ওবায়দুল কাদের মন্ত্রী মহোদয় নোয়াখালী- ৫ আসনে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ব্যাপক ত্রাণ ও নগদ অর্থ প্রদান করতেছেন।আমার আরেক নেতা মেয়র আব্দুল কাদের মির্জা গত দু'মাস যাবৎ থেকে বসুরহাট পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কোম্পানীগঞ্জের প্রতিটি স্তরে ত্রাণ ও নগদ অর্থ সহযোগিতাসহ প্রত্যেকের খবর রাখছেন।


তিনি বলেছেন ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে বরদাশত করা হবে না,তাদেরকে আইনের আওতায় আনা হবে।মেয়র বলেছেন কোম্পানীগঞ্জের একটি লোককেও অভুক্ত থাকতে দেব না। শামীম আরও বলেন,আমি দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে আমার সাধ্যের মধ্যে থেকে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব।

আমার ফেসবুক মেসেঞ্জার ও মোবাইলে কেউ ঠিকানা দিলে গোপনে সেখানে ত্রাণ পৌছে যাবে।আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি,সবাই নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখুন এবং নিজ বাসাবাড়িতে থাকুন।