ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৮ ১৮:২৯

 জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাও আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এছাড়া, আরো শোক জানিয়েছেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম।

এর আগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে আইয়ুব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় মারা যান। পরে সকাল ১০টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, গত ১৬ অক্টোবর রংপুরে আইয়ুব বাচ্চুর কনসার্ট ছিল। কনসার্ট শেষ করে বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা পৌঁছান।

প্রায় তিন দশক ধরে সংগীত জগতে রাজত্ব করেছেন আইয়ুব বাচ্চু।