ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


অর্থের অভাবে নিভে যাচ্ছে হাফেজ আবু সুফিয়ানের জীবন প্রদীপ


১০ মার্চ ২০১৯ ২২:০০

আপডেট:
১২ মে ২০২৫ ১৮:৪৪

অর্থের অভাবে নিভে যাচ্ছে  হাফেজ আবু সুফিয়ানের জীবন প্রদীপ

অর্থাভাবে নিভে যাচ্ছে পবিত্র কুরআন হাফেজ আবু সুফিয়ানের জীবন প্রদীপ। তিনি মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন।টাকার অভাবে স্তিমিত হয়ে পড়েছে তার চিকিৎসা। উন্নত চিকিৎসা পেলে সুফিয়ান ভালো হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বাড়ি মাদারীপুর রাজৈর।

আবু সুফিয়ানের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ড. এবিএম ইউনূস বলেন, যতদ্রুত সম্ভব তার বোন মেরো ট্রান্সপ্লান্টই করাতে হবে। তবেই তাকে বাঁচানো যাবে। ভারতেই এ চিকিৎসায় ব্যয় হবে ৫০ লাখ টাকা।

এরইমধ্যে অনেক টাকা খরচ করে নিঃস্ব তার পরিবার। এমন পরিস্থিতিতে আর পথ না পেয়ে সমাজের হৃদয়বানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন আবু সুফিয়ানের মা-বাবা। সামর্থবানদের একটু সহযোগিতা-সহমর্মিতাই তাকে ফিরিয়ে দিতে পারে সুস্থ্য জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা: আবু বক্কর (আপন বড় ভাই)০১৭৬৫৭৪৪৯৯৯,(বিকাশ) ১৯২৪১১৯৯৯৯, বাসার ইন্টারপ্রাইজ ইসলামী ব্যাংক টেকেরহাট ব্রাঞ্চ টেকের হাট ,সঞ্চয়ী হিসাব নং১৭৪৭ মোবা:০১৭১৩৫৪২৮৯৪