সিরাজগঞ্জে উল্লাপাড়ায় চারটি ইউনিয়নে নেই আধুনিক ইউপি কমপ্লেক্স ভবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আধুনিক মানের ইউপি কমপ্লেক্স ভবন নেই। উপজেলার ইউপি চারটি হলো – সদর উল্লাপাড়া . পঞ্চক্রোশী, পূর্ণিমাগাতী ও কয়ড়া। এর মধ্যে সদর উল্লাপাড়া ইউপির কার্যালয়টি পৌরসভা এলাকায় তার নিজস্ব জায়গায় আছে। আর পঞ্চক্রোশী ইউপির কার্যক্রম জরাজীর্ণ ঘরে চলছে। জানা গেছে পঞ্চক্রোশী ইউপির নামে ইউনিয়ন এলাকায় চারটি জায়গা আছে।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম বেতকান্দি হাট নামে পরিচিত সলপ ষ্টেশন হাটখোলায় ইটের গাঁথুনির উপর টিনের ছাউনির ঘরে চলছে। এটি পরিষদের নিজস্ব জায়গা এবং জমির পরিমাণ ১২ শতক বলে জানা গেছে। প্রায় পাচ বছর আগে ইউনিয়ন এলাকার বেতকান্দিতে নিজস্ব আধুনিক মানের ইউপি কমপ্লেক্স ভবন করার জন্য প্রয়োজনীয় ২৫ শতক পরিমাণ জমি কেনা হয়েছে বলে জানা গেছে । বন্যাকান্দি বাজার এলাকায় এক সময় ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় একটি পাকা ভবনে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলেছে। বিগত ১৯৯৩ সালে সে সময়ের জেলা প্রশাসক এ জেড এম শফিকুল ইসলাম পাকা ভবনটির উদ্বোধন করেন। বন্যাকান্দি ও আশেপাশের কয়েক গ্রামের জনগণ চাইছে বন্যাকান্দিতে পঞ্চক্রোশী ইউপি কমপ্লেক্স ভবন হোক। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জিন্নাহ মিয়া . একই ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন বন্যাকান্দি গ্রামের হযরত আলী . সদাই গ্রামের আঃ আজিজ আকন্দ বলেন বন্যাকান্দি বাজার এলাকায় ইউপি কার্যালয় হলে ইউনিয়নের সব এলাকার জনগণের সুবিধা হবে। এদিকে বেতকান্দি হাট মসজিদের ইমাম শাহ আলম প্রামাণিক ও বেতকান্দি হাট এলাকার নানা পেশার কয়েকজন জনগণ প্রতিবেদককে পরিষদ এখন যেখানে চলছে সেখানেই কমপ্লেক্ম ভবন করা হোক এমন বক্তব্য জানিয়েছেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম মন্ডল বলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের নামে বন্যাকান্দিতে ২৫ শতক , বন্যাকান্দি বাজারে ১৪ শতক , বেতকান্দিতে ২৫ শতক জায়গা আছে। এছাড়া পরিষদের নিজস্ব ১২ শতক জায়গায় একটি ঘরে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম চলছে। তিনি বলেন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্ম ভবন নাগরিক সেবায় দরকার রয়েছে। এর জন্য কয়েক জায়গায় পরিষদের নামে জায়গা রয়েছে। পঞ্চক্রোশী ইউপি কমপ্লেক্স ভবন কোথায় হলে ভালো হবে এ বিষয়ে তার নিজস্ব কোনো মতামত নেই বলে জানান।
উপজেলার পুঠিয়া বাজারের নিজস্ব জায়গায় ছোটো একটি পুরাতন দোতলা ভবনে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম চলছে। পূর্ণিমাগাতী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আবু মুছা বলেন কমপ্লেক্ম ভবন একান্ত দরকার। জানা গেছে স্থানীয় কাজী পরিবার থেকে কমপ্লেক্স ভবনের জন্য প্রযোজনীয় ২৫ শতক পরিমাণ জমি সরকার বরাবর লিখে দেওয়া হয়েছে।
পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. শেখ এম এ মতিন বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর কমপ্লেক্ম ভবন করতে এলাকার জনগণের আগ্রহে আলাপ আলোচনা করেন। তবে জায়গা নিয়ে মত বিরোধ জটিলতায় উদ্যোগ আর নেওয়া যায়নি বলে জানান।
উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদ ২০১২ সালে গঠনের পর থেকেই কয়ড়া বাজারে একটি ভাড়া ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলেছে। এখন প্রায় এক বছর হলো কয়ড়া বাজারের নদীর ওপারে মাদরাসার পাশে একটি টিনের ঘরে ইউপি কার্যালয় করা হয়েছে। কয়ড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আফজাল হোসেন বলেন একটি ছোটো ঘরে নানা সমস্যায় পরিষদের যাবতীয় কার্যক্রম চলছে। একটি কমপ্লেক্ম ভবন তাড়াতাড়ি নির্মাণ করা দরকার বলে জানান। কয়ড়া বাঘলপুর গ্রামের ওসমান গণি বলেন কমপ্লেক্ম ভবন এমন জায়গায় নির্মাণ করা দরকার যেখনে হলে গোটা ইউনিয়ন এলাকার জনগণের সব দিক থেকেই সুবিধা হবে।
কয়ড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা আই সি টি কর্মকর্তা রাহেন বাদশা বলেন কয়ড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্ম ভবনের জন্য প্রয়োজনীয় পরিমাণ নিস্কণ্টক জায়গা পেলে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলার ১১নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি প্রায় একত্রিশ বছরেও নিজ ইউনিয়ন সীমানা এলাকায় প্রতিষ্ঠা হয়নি। বিগত ১৯৯৪ সালে উল্লাপাড়া পৌরসভা গঠন হয়েছে। এর আগে পৌরসভা এলাকা সদর উল্লাপাড়া ইউনিয়নে ছিলো। উল্লাপাড়া পৌরসভা এলাকায় নিজস্ব জায়গায় নিজস্ব কার্যালয় থেকেই সদর ইউনিয়নটির যাবতীয় কার্যক্রম চলছে। সদর উল্লাপাড়া ইউনিয়ন পরিষদের জমির পরিমান প্রায় ২৪ শতক বলে জানা গেছে । প্রায় সাড়ে দশ বছর আগে নিজ সীমানা এলাকায় ইউনিয়ন পরিষদের কার্যালয়টি স্থানান্তরের মাধ্যমে স্থাপনের উদ্যোগ একবার নেওয়া হয়েছিল বলে জানা গেছে ।
উল্লাপাড়া সদর ইউপির প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন জনগণের সেবা আরো সহজীকরণে ইউনিয়ন এলাকায় সব দিক থেকেই সুবিধা হবে এমন জায়গায় কমপ্লেক্স ভবন হলে ভালো হবে। এর জন্য প্রয়োজনীয় পরিমাণ জায়গা দরকার । আর তা পেলে তিনি উদ্যোগ নেবেন বলে জনান।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন ইউনিয়ন চারটিতে আধুনিক মানের ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে প্রস্তাবনা পাঠানো আছে।