ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ১৩:৩৮

ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে ড. খলিলুর রহমান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার (১৮জুন) ওয়াশিংটন, ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তারা রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ড. খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।