ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার সরকারি অফিস ও আদালত খুলেছে। আজ সকালে অফিসে আসার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। উপদেষ্টারাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকায় অনেকেই পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করছেন। সচিবালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো পূর্ণ হয়ে আছে।
দুই ঈদে পাঁচ দিন করে সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এবারের কোরবানি ঈদের ছুটির পর বুধ ও বৃহস্পতিবার দুই দিন ছুটি ঘোষণা করে সরকার। ওই দুই দিন ছুটির কারণে ঈদের আগে দুই শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হয়েছে। ফলে এই ঈদে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।