ঢাকা শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


ঈদযাত্রা: ৪ জুনের ট্রেনের টিকিট মিলবে আজ


প্রকাশিত:
২৫ মে ২০২৫ ১২:৫৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ঈদ ৭ জুন ধরে চলতি কর্মসূচির আওতায় আজ বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। রোববার (২৫ মে) সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।

রেলওয়ের তথ্য বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা রাখা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।

টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী— ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৪ মে, আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট, ৫ জুনের টিকিট মিলবে ২৬ মে, আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের জন্য আগাম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে।