ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


বিমানের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে যা বলছে কর্তৃপক্ষ


১৯ মে ২০২৫ ১৭:০২

আপডেট:
১৯ মে ২০২৫ ২১:২৯

ছবি : সংগৃহীত

সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ে। যদিও পরে যাত্রীদের নিয়ে নিরাপদে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে দুইটি আলাদা কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

"বিয়ারিং কাজ না করার" কারণে ওই ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করলো না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, "বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।"

উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে তখন ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। পরে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়।

বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।