ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব


১৫ মে ২০২৫ ১৮:০৫

আপডেট:
১৫ মে ২০২৫ ১৮:০৫

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওসহ ও এনসিপি নেতা

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকেও ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুই উপদেষ্টার এপিএস ও পিও হলেন- স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি।

দুদক মহাপরিচালক জানান, তুহিন ফারাবিকে ২০ মে, গাজী সালাহউদ্দিনকে ২১ মে ও মোয়াজ্জেম হোসেনকে আগামী ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এরই মধ্যে নোটিশ ইস্যু করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।

জানা গেছে, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মতো অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে দুদকে আসেন সংগঠনের নেতাকর্মীর। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।

এছাড়া, হাইকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলামও প্রায় একই ধরনের অভিযোগ দুদকে দাখিল করেন। অভিযোগে ওই দুজন ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) ডা. মাহমুদুল হাসানেরও নাম রয়েছে।