ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

ডাকসু থেকে 'বছর ত্রিশেক পরে' সাহিত্য পত্রিকা প্রকাশিত


১৬ এপ্রিল ২০১৯ ২২:৪২

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:০২

সাহিত্য পত্রিকা হাতে অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর পক্ষ থেকে প্রায় ৩০ বছর পর প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা। সোমবার বিকাল পাঁচটায় ঢাবি ভিসি বাংলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 'বছর ত্রিশেক পরে' নামে এই বিশেষ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, ডাকসুর ২৫ জন নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন হলের প্রভোস্ট এবং হল সংসদের নেতারা।

বৈশাখ উপলক্ষে প্রকাশিত বিশেষ এই সাহিত্য পত্রিকাটির সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কবিতা, গল্পও প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এরকম আরও বিশেষ সাহিত্য পত্রিকা ডাকসু থেকে প্রকাশ করা হবে বলে জানান মাজহারুল কবির শয়ন।

ডাকসুর সদস্য মুহা. মাহমুদুল হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর আজ ডাকসু থেকে সাহিত্য পত্রিকা প্রকাশিত হলো। পত্রিকাটি পাওয়া যাবে ডাকসু সাহিত্য সম্পাদকের কক্ষে, হল সংসদে ও টিএসসিতে ঢাবি প্রকাশনা সংস্থায় ।