ঢাকা মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২


ইটনাতে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫ ০০:২৮

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উপজেলা স্টেকহোল্ডার (অংশীজন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষেদ মিলনায়তনে এসডিএফ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসডিএফ’র বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স এন্টারপ্রিনারশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রজেক্টের উপজেলা স্টেকহোল্ডার কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ’র কিশোরগঞ্জ জেলার ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

এসডিএফ’র জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধানচন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিজয় কুমার হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক (হেলথ ও নিউট্রিশন) মো. আহমেদ তাকি তাহমিদ।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. শাহিনুর আক্তার হ্যাপী, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মো. রুস্তম আহমেদ, ক্লাস্টার অফিসার মো. আবুল কালাম ও মো. সিরাজ উদ্দিন, ক্লাস্টার হেলথ ও নিউট্রিশন ফেসিলিটেটর (ডিএমএফ) মো. আনোয়ার হোসাইন এবং সুবিধাভোগী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন নার্গিস আক্তার, ফুলেছা আক্তার ও জহুরা বেগম প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্লাস্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী নারী সদস্যসহ নানান পেশা-শ্রেণীর অংশীজন উপস্থিত ছিলেন।