নকলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সংবর্ধনা
শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
অদম্য নারী পুরষ্কার কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে আলোচনা সভা এবং সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
আলোচনা সভার পরে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলার শ্রেষ্ঠ ৫ অদম্য নারীরা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার আব্দুস ছাত্তারের মেয়ে লাভলী আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে ডা. উম্মে রাকিবা জাহান (মিতু), সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের স্ত্রী মানছুরা বেগম, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী নারী জালালপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে সুমি বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার মাধ্যমে সাফল্য অর্জনকারী নারী উরফা ইউনিয়নের দরপট গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে রোকেয়া।
এসময় অন্যান্যদের মধ্যে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রোগ্রামার সাইমুন শাহানাজ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার নারী সমিতির নেত্রীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার আব্দুস ছাত্তারের মেয়ে লাভলী আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে ডা. উম্মে রাকিবা জাহান (মিতু), সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের স্ত্রী মানছুরা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নকলা পৌরসভার ইশিবপুর এলাকার মো. আবুল হাশেমের মেয়ে ডা. উম্মে রাকিবা জাহান (মিতু) এই তিনজন জেলা পর্যায়েও শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
