ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানাল তুরস্ক


৭ মে ২০২৫ ১১:৪১

আপডেট:
৮ মে ২০২৫ ০০:৩৬

কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাটোভুক্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র তুরস্ক। গতকাল বুধবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাৎকালে এ সংহতির বার্তা দেন পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক সংকটের এই প্রেক্ষাপটে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই বৈঠকে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেছে।

তিনি আরও বলেন, ‘তুরস্ক পাকিস্তানের সার্বভৌমত্বে ভারতের হস্তক্ষেপের নিন্দা জানায় এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে।’

এদিকে, পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত ও আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের উসকানিমূলক এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। তাঁর ভাষায়, ‘ভারত আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এর জবাব দেওয়া হবে। পাকিস্তান এই হামলাকে স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে।’

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলেও তিনি বিবিসিকে জানান।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ভারতের এই হামলার জবাবে পাকিস্তান বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি রাফায়েল, একটি রুশ নির্মিত এসইউ-৩০ ও একটি মিগ-২৯।

আসিফ আরও বলেন, ‘পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপে এগিয়ে রয়েছে এবং ভারতীয় বাহিনীর হামলার যথাযথ ও নির্ভুল জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পূর্ণ প্রস্তুত।’

এদিকে পাকিস্তানে ভারতের হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জিও নিউজ জানায়, আলোচনায় দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।