ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নির্বাচন নিয়ে কি বললেন বিসিবি সভাপতি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৫:২২

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন মাহবুবুল আনাম। অথচ আগামীর সভাপতি হিসেবে তার নামটাই এসেছিল সবার আগে। মাহবুবুল আনাম সরে যাওয়ায় জোরদার হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নাম।

নির্বাচন কিংবা বিসিবি প্রধানের ভূমিকায় আবারও তার আসাকে জোরালোভাবে দেখছেন অনেকে। বুলবুলকে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না বলেও মনে করেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে এ ব্যাপারে বর্তমান সভাপতি কী ভাবছেন?

নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে গিয়ে সেই ভাবনার কথা জানালেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “দেখুন, আমি তো বলেছি আমি কখনও নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।”

এরপর বিসিবি প্রধান বলেন, “আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে নিয়ে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।” পরবর্তীতে টি-টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গে বুলবুল বলেন, “বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটা তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।”

এ ছাড়া সময় মতো নির্বাচন হওয়া নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নিই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ, সেগুলো দ্রুত জানতে পারবেন।”