এমপি মোজাফফর করোনা পজিটিভ,হাসপাতালে ভর্তি

জামালপুর -৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন করোনা পজিটিভ।
এতথ্য নিশ্চিত করেছেন, সংসদ সদস্যর ছেলে সোয়াইব মোজাফ্ফর। তিনি বলেন, গত কয়েক দিন যাবত শারীরিকভাবে দুর্বল একই সাথে শরীরে জ্বর অনুভব করে।
পরবর্তী করোনা টেস্টের জন্য মেডিকেল সেন্টারে নমুনা পাঠালে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমান তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা মহামারিতে ইঞ্জিনিয়ার মো. মোজাফফর অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। লোকলজ্জার ভয়ে যারা করোনা মহামারিতে খাদ্যসামগ্রী নিতে অপরাগতা প্রকাশ করেন তাদের জন্য খোলা হয় এমপি মোজাফফরের পক্ষ থেকে হটলাইন।
বর্তমানে এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এমপির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে তরুণ ব্যবসায়ী রাজনীতিবিদ সোয়াইব মোজাফফর সবার কাছে দোয়া চেয়েছেন।