কামারখন্দ উপজেলায় টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন–২০২৫। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কামারখন্দ, সিরাজগঞ্জ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। জনগণকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার সারাদেশে টীকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে শিশু ও প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই টীকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই টিকা গ্রহণে সচেতন হতে হবে এবং অন্যকেও উৎসাহিত করতে হবে।”
উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথিরা প্রথম দফায় টীকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন মানুষ।