ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল


৯ নভেম্বর ২০২৪ ১৩:৪১

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১১:০৫

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২৩ ভূষিত হলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে গত ২৬ অক্টোবর ’ ২০২৪ খি: শনিবার, রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফরিদুল ইসলাম রুবেল এর হাতে পুরস্কার তুলে দেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

সম্মাননা প্রসঙ্গে ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।’