শেরপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে সুজন আলী (২৩) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সুজন আলী ওই গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন আলী কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে অন্যের জমিতে ধান কাটতে যান তিনি। দুপুরে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বলেন, আকস্মিক বজ্রপাতে এক কৃষিশ্রমিক মারা গেছেন। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।