ভারতের নিষেধাজ্ঞায় বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি সভা

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পোশাক প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্লাস্টিকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এ বিষয় করণীয় ঠিক করতে জরুরি সভায় বসছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থলবন্দরের মাধ্যমে পণ্য রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ এবং আশুকরণীয় নির্ধারণে বাণিজ্য সচিবের সভাপতিত্বে বিকেল ৪টায় আন্তঃমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
৩ জুনের মধ্যে গার্মেন্টসকর্মীদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা৩ জুনের মধ্যে গার্মেন্টসকর্মীদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।